Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আসমা

কাউনাই নদীর তীরে গড়ে উঠা বারহাট্টা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৪নং আসমা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আসমা ইউনিয়ন, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়, অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।  

(ক) নাম                                     :         ৪নং আসমা ইউনিয়ন পরিষদ ।

(খ) আয়তন                                 :         ১৮ বর্গকিলোমিটার ।

(গ) লোক সংখ্যা                           :         ২১,৫৫৫জন ( প্রযোজ্য ) ( ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী ) । 

(ঘ) গ্রামের সংখ্যা                         :         ২৩টি। 

(ঙ) মৌজার সংখ্যা                        :         ২০টি । 

(চ) হাট/বাজার সংখ্যা                    :         ৩টি।

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : রিক্সা যোগে।

(জ)শিক্ষার হার                             :         ৩৩.৪৭% ( ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী ) ।

সরকারী প্রাথমিক বিদ্যালয়              :         ০৮টি।

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়          :         ০৪টি ।

উচ্চ বিদ্যালয়                                :         ০২টি।

মাদরাসা                                     :         দাখিল মাদরাসা ০২টি।

(ঝ) দায়িত্বরত চেয়্যামন্যান             :         জনাব আবুল হাসেম তাং

(ঞ) গুরম্নতবপূর্ণ ধর্মীয় স্থান             :         ২ টি। 

(ট) ঐতিহাসিক/ পর্যটন স্থান            :         খলা ভাঙ্গা বিল।

(ঠ) ইউপি ভবন স্থাপন কাল             :         ১৯৭২খ্রি: ।

(১) শপথ গ্রহণের তারিখ                  :         ৩১/০৭/২০১১ইং।

(২) প্রথম সভার তারিখ                   :         সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ১/০৮/২০১১ ইং।  

(৩)মেয়াদ উর্ত্তীনের তারিখ               :         ৩১/৭/২০১৬ইং।

(ড) গ্রাম সমূহের নাম                      :

গাভারকান্দা, হাওতলা, গোড়ল, ভাটীনোওয়াপাড়া, উজানগাঁও, গাতিমূলগাঁও, বাহিরকান্দা, বাঘমারা, মনাষ, ছয়গাঁও, বড়িবাড়ী, হরিয়াতলা, শ্রীরামপুর, দত্তপাড়া  লাউফা, রৌহা, গুলিয়া, আসমা, গুমুরিয়া, বড় কৈলাটি, কামালপুর, জয়কৃষ্ণনগর, ছোট কৈলাটি।

(১) নির্বাচিত সদস্য              :         ১২ জন।

(২) ইউনিয়ন পরিষদ সচিব              :         ১জন।

(৩) ইউনিয়ন গ্রাম পুলিশ                 :         ১০ জন ।